স্টাফ রিপোর্টার
নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা ) আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন শফিকুল ইসলাম শিমুল । ১ লাখ ১৭ হাজার ৮৪৪ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ৮৫টি ভোট।রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁইয়া বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।এরপরই বিজয় উল্লাস এবং শিমুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতা কর্মিরা ।
শফিকুল ইসলাম শিমুলের নিকটতম প্রতিদ্বন্ধী আহাদ আলী সরকার ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন।
রবিার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। নাটোর-২ আসনে মোট ভোটার ৩লাখ ৮৪ হাজার ৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৩৮৮জন এবং নারী ভোটার ১লাখ ৯২ হাজার ৬৪৭ জন। এই আসন থেকে মোট ৫জন প্রার্থী প্রতিদ্ভন্ধিতা করেছেন । তাঁরা হলেন নাটোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বর্তমান এমপি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল, (নৌকা প্রতীক) নাটোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিক, জাতীয় পার্টির মনোনীত প্রার্তী সাবেক অতিরিক্ত সচিব ড. মোঃ নূরন্নবী মৃধা,(লাঙ্গল প্রতিক) বাংলাদেশ কংগ্রেস পার্টিও মনোনীত প্রার্থী মোহাম্মদ বজলুর রশিদ,( ডাব প্রতীক) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ মনোনীত প্রার্থী মোঃ শরিফুল ইসলাম,( মশাল প্রতিকে প্রতিদ্বন্ধিতা করেন।