শিরোনাম
লালপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, হাসপাতালে আহতের মৃত্যু নাটোরে আখের সাথে সাথী ফসল হিসেবে মাঠ দিবস অনুষ্ঠিত প্রতারিত হয়ে রাশিয়ায় যুদ্ধে নিহত নাটোরের হুমায়ন এবং  রহমতকে ফিরিয়ে আনার উদ্যোগ ডিসেম্বরের প্রথমার্ধে ই আমাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে -নির্বাচন কমিশনার  বড়াইগ্রামে কৃষকলীগ নেতাকে বেঁধে রেখে পুলিশে সোপর্দ পদ ফিরে পেলেন বিএনপি নেতা দাউদার মাহমুদ লালপুরে ভ্যান চালককে গলা কেটে হত্যা প্রতারকদের কবলে নাটোরের দুইজন রাশিয়ার যুদ্ধে,একজন নিহত ডিম বিক্রেতা চবি শিক্ষার্থী টুম্পার পাশে ডিসি ,বাবাকে দেওয়া হলো নতুন অটোভ্যান লালপুরে ভেজাল গুড়ের কারখানায় সেনা অভিযান গ্রেপ্তার ২

ডিসেম্বরের প্রথমার্ধে ই আমাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে -নির্বাচন কমিশনার 

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
ডিসেম্বরের প্রথমার্ধে ই আমাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে -নির্বাচন কমিশনার #সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ(( অবঃ) বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যকে ধারণ করে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন কবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি রাজনৈতিক মাদকের বিষয়। আপনারা জানেন প্রধান উপদেষ্টা বলেছেন সকল সংস্কার প্রস্তাব হওয়ার পরে একটি ঐক্য মত্ত কমিশন গঠন করা হবে এবং সেই কমিশনার প্রধান হবেন প্রধান উপদেষ্টা। সেই কমিশনে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো সামনে আসবে সেগুলো আমাদেরকে দেওয়া হবে এবং সেগুলো নিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে। গতকাল রবিবার বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবঃ) বলেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য কিছু অসাধারণ সুযোগ সৃষ্টি হয়েছে।যারা এতোদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, ভালো নির্বাচন চেয়েছেন, আমরা এখন তাদের থেকে সহযোগিতা চাই।আমরা তাদের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহযোগিতা চাই।
আজ রোববার(২রা ফেব্রুয়ারি) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারি, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন,
মানুষের মধ্যে ভোট ব্যবস্থার প্রতি যে অনাস্থা কাজ করছিলো পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে নতুন আশা‌ সৃষ্টি হয়েছে। যে আমরা আমাদের ভোটের অধিকার ফেরত পাবো।
ভোট ব্যবস্থাপনার সাথে জড়িত প্রত্যেকের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে আমাদের স্ব স্ব ভাবমূর্তি পুনরুদ্ধার করার।
নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা সকলেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ।যদি নির্বাচন বিতর্কিত হয় তবে এর সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। অতীতে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের চরম আস্থাহীনতা কাজ করেছে।তাই আমরা বিশ্বাস করতে চাই সামনে যে নির্বাচন হবে তা হবে মডেল নির্বাচন।এখান থেকেই নতুন ভাবে দেশ বিনির্মাণ হবে।
মতবিনিময় সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হুসাইন, জেলা নির্বাচন নজরুল ইসলামসহ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সাথে জড়িত অনান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

COPYRIGHT 2023 sangbadshoily, ALL RIGHT RESERVED
Site Customized By NewsTech.Com