টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণের অঙ্গীকার#সংবাদ শৈলীটেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণের অঙ্গীকার#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

সরকারি-বেসকারি সেবা প্রতিষ্ঠানে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেন নাটোর এর সেবা প্রদানকারী বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। আজ ২১ জুলাই ২০২৫ সকাল ০৯: ৩০টায় নাটোর জেলা প্রশাসন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), নাটোর’র যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন” বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিগণ এ অঙ্গীকার করেন। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ অর্ধ শতাধিক অংশগ্রহণকারী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালার বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র কোঅর্ডিনেটর- সিভিক এনগেজমেন্ট মো. আতিকুর রহমান। এতে টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ ও দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর প্রয়োগ কৌশল, বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালা অংশগ্রহণকারীগণ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণে কর্ম-পরিকল্পনা প্রনয়ণ করেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব আসমা শাহীন বলেন উন্নয়ন স্থায়ীত্বশীল করতে হলে স্বচ্ছতার কোন বিকল্প নেই। সরকারি-সেরকারি সকল প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করার জন্য তথ্য পাওয়ার সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে জবাবদিহিতার চর্চা বাস্তবায়ন করে দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক সেবা প্রদানের সুযোগ ও সম্ভাবনা তৈরি করতে হবে।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো: আবুল হয়াত। অন্যানের মধ্যে বক্তব্য বাখেন জনাব মো: রুহুল আমিন লাবু সহাকারি পুলিশ সুপার, নাটোর, জনাব মো: হাবিবুল ইসলাম খান, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর, জনাব মো: মাহফুজুর রহমান ব্র্যাক জেলা প্রতিনিধি, নাটোর এবং জনাব শামীমা লাইজু নীলা, নির্বাহী পরিচালক, আলো নাটোর। সভায় সমাপনী বক্তব্য রাখেন সনাক সভাপতি জনাব রেজাউল করিম রেজা। সভায় আরো উপস্থিত ছিলেন টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য ব্যাক্তিবর্গ এবং টিআইবি’র কর্মকর্তাবৃন্দ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *