স্টাফ রিপোর্টার
নাটোর-৩ সিংড়া আসন থেকে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে এক লাখ ৩৫ হাজার ৬৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জুনাইদ আহমেদ পলকের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক (মোমবাতি) পেয়েছেন ৪৩ হাজার ৬৫৯ ভোট।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৪৩০জন এবং নারী ভোটার নারী ১ লাখ ৫৩ হাজার ৩৬৪ জন।
এই আসনে হেভি ওয়েট প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিপরিতে ভোট করেছেন মোট ৯জন প্রার্থী । তারা হলেন -আওয়ামী লীগের প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (নৌকা), জাতীয় পার্টিও মো. আনিসুর রহমান (লাঙল), তৃণমূল বিএনপির মো. আবুল কালাম আজাদ (সোনালী আঁশ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. মিজানুর রহমান মিজান (হাতুড়ী), বাংলাদেশ তরীকত ফেডারেশনের মো. আলতাফ হোসেন (ফুলের মালা), বিকল্প ধারা বাংলাদেশের মো. আনোয়ার হোসেন (কুলা), বাংলাদেশ কংগ্রেসের মো. আমিরুল ইসলাম (ডাব), স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম (ঈগল) এবং মো. আব্দুল্লাহ আল মামুন (ট্রাক)।