সংবাদ শৈলী ডেস্ক
আইরিশ ব্যবসায়ী ওইসিন ফ্যানিং, যিনি আগে গভীর সমুদ্রে গিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখে এসেছিলেন জানান, টাইটানের ক্রুদের প্রতি তার আস্থা রয়েছে। তিনি মনে করছেন, নিখোঁজ ডুবোজাহাজের অভিযাত্রীদের ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
বিবিসি রেডিও ফোরকে দেওয়া সাক্ষাৎকারে ওইসিন ফ্যানিং জানান, নিখোঁজ ডুবোজাহাজের অভিযাত্রী পাইলট পল হেনরি নারগোলেট ও ওশানগেইটেই প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা স্টকটন রাশের সঙ্গে এর আগে তিনি সাবমারসিবলে ছিলেন।
ফ্যানিং বলেন, ‘এই মুহূর্তে ওই ডুবোজাহাজে পল ও স্টকটন রয়েছে।
তারা দুজনই অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। বিশ্বাস করুন, তাদের প্রতি আমার এত বিশ্বাস যে গভীর সমুদ্রে যদি আমাকে বিপদে পড়তে হয়, আমি অবশ্যই চাইতাম এই দুজন মানুষ আমার সাথে থাকুক।’
তিনি বলেন, ‘তারা একেবারে শুরু থেকেই এনার্জি সংরক্ষণ করছে বলে আমি মনে করি। তাই আমি অবাক হব না যদি সম্ভাব্য সময়ের চেয়ে বেশিক্ষণ তারা টিকে থাকতে পারে।
তারা ভালোভাবেই জানে, এই মুহূর্তে কী করণীয়! মানে আমি বলতে চাচ্ছি, তারা ৩৮-৪০ বার টাইটানিকের কাছে গিয়ে ফিরে এসেছে, এটাই তাদের পেশা। তারা নিশ্চয়ই ওই যানে থাকা অন্য যাত্রীদের সাহসও দিচ্ছে।’
ওইসিন ফ্যানিং বলেন, ‘তাদের সন্ধান পাওয়ার বেশ সম্ভাবনা আছে। নিখোঁজ ব্যক্তিগুলো কেউই শখের বশে রাতারাতি সমুদ্র গভীরে ভ্রমণে চলে যায়নি।
তারা এ বিষয়ে খুবই পেশাদার এবং দক্ষ মানুষ।’
সূত্র : আইরিশ মিরর