স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টির নবগঠিত নাটোর জেলা কমিটির কমিটির সংশোধন ও কমিটিতে বাদপড়া ত্যাগী নেতাদের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিতদের একাংশ। সোমবার দুপুর ১২টায় নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা কমিটির সাবেক যুগ্ম আহŸায়ক রাশিদুল ইসলাম দাবি করেন, পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে ভুল তথ্য দিয়ে গত ৮ আগস্ট জাতীয় পার্টির নাটোর জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। এই কমিটিতে তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে জিএম কাদেরের বিরোধীতাকারীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, জেলা কমিটির নব গঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন মৃধা তার মতাদর্শের বাইরের তৃণমূলের অধিকাংশ নেতাকর্মীদের সাথে কোন সমন্বয় করেন না। তার নের্তৃত্বেই গত ১০ জুলাই সম্মেলনে নের্তৃত্ব যাচাই বাছাই না করেই পকেট কমিটি করা হয়েছে। এই অবস্থায় নবগঠিত জেলা কমিটি পুনঃ সংশোধন ও পদবঞ্চিত তৃণমূলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে কমিটিতে অর্ন্তভুক্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে জাতীয় পার্টির নব গঠিত নাটোর জেলা কমিটির সভাপতি আলাউদ্দিন মৃধা জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা, বানোয়াট। চেয়ারম্যান মহোদয়ের পরামর্শ ও দিক নির্দেশনায় নতুন কমিটি করা হয়েছে। যারা সম্মেলন করেছে নতুন কমিটিতে তাদের অনেকেই আছেন। এছাড়া যোগ্যতা অনুযায়ী তাদেরকে বিভিন্ন কমিটির পদে অন্তভর্’ক্ত করা হয়েছে। যারা অভিযোগ আনছে তারাই বিভিন্নভাবে দলের ক্ষতি চেয়েছেন।
সংবাদ সম্মেলনে অন্যাান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নাটোর জেলা কমিটির সাবেক যুগ্ম প্রচার সম্পাদক আশরাফুজ্জামান (মুন্নী), সাবেক প্রচার সম্পাদক হামিদুর রহমান হামিদ, নাটোর সদর কমিটির সিনিয়র সাবেক সহসভাপতি কামাল হোসেন, জেলা যুব সংহতির সাবেক সহসভাপতি ইসলামইল হোসেন প্রমূখ।