জাতির পিতার ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে তথ্য অফিসের আলোচনা সভা 

  • শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
জাতির পিতার ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে তথ্য অফিসের আলোচনা সভা #সংবাদ শৈলী

 

স্টাফ রিপোর্টার

নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার  মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাছুদুর রহমান, , বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সিরাজুল ইসলাম, । জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক(অব.) অলক মৈত্র, অধ্যক্ষ (অব.) মো: আব্দুর রাজ্জাক, প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে জাতিকে কলঙ্কিত করেছে স্বাধীনতা বিরোধী চক্র। তাদের ভূমিকা এখনো পরিলক্ষিত হচ্ছে। একটি উন্নত রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর যে স্বপ্ন তা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তাাঁর  হাতকে মক্তিশালী করতে সকলের প্রতি তিনি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।

অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি নাটোরকে সন্ত্রাসমুক্ত রাখা এবং স্বাধীনতা বিরোধীদের তৎপরতা রুখতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে বলে অবগত করেন।

অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
COPYRIGHT 2023 sangbadshoily, ALL RIGHT RESERVED
Site Customized By NewsTech.Com