স্টাফ রিপোার্টার
নাটোরের গুরুদাসপুরে ছেলের দেওয়া লিভারে প্রাণ ফিরে পেলেন লিভার সিরোসিস রোগে আক্রান্ত বাবা মো. বেলাল হোসেন। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের এবং শ্রীপুর-চরপিপলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি প্রায় আড়াই বছর ধরে লিভারের ওই জটিল রোগে ভুগছিলেন। এ রোগ থেকে পরিত্রাণ পেতে লিভার প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছিলেন ভারতের চেন্নাইয়ের চিকিৎসকরা। লিভার প্রতিস্থাপনের জন্য দাতা খুঁজে পাওয়া কঠিন ও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়ায়। বেলাল হোসেনের এই দুঃসময়ে ঢাল হয়ে দাড়ায় তার ছেলে জাকির হাসান। নিজের জীবনের ঝুকি নিয়ে বাবাকে প্রাণে বাঁচানোর সিদ্ধান্ত নেন তিনি। জাকির রুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ওয়ালটনে উচ্চ বেতনে চাকরি করেন। সামনে তার আরো উজ্জ্বল ভবিষ্যত। কিন্তিু সব আশা আকাংখা পিছনে ফেলে বাবার জীবন রক্ষায় নিজের জীবনের দুস্প্রাপ্য অঙ্গ লিভারের উল্যেখযোগ্য অংশ বাবাকে দেন।
সম্প্রতি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে বাবা ও ছেলের সফলভাবে অপারেশন সম্পন্ন হয়। তারা এখন ঝুঁকিমুক্ত। পরিবারের জন্য বাবারা সমসময়ই সুপার হিরো। কিন্তু সন্তানরাও পরিবার ও সমাজের কাছে কখনো কখনো হিরো হয়ে ওঠে। তার উৎকৃষ্ট উদাহরণ জাকির হাসান। এ বিষয়টি নিশ্চিত করে স্থানীয় খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন বলেন- হাসান প্রমাণ করলেন সদিচ্ছা ও ভালোবাসা থাকলে জন্মদাতা পিতার জন্য ছেলেরা অনেক কিছু করতে পারা যায়। সমাজে পিতার জন্য জাকির হাসানের এই অবদান সত্যিই বিরল।