স্টাফ রিপোর্টার
টোরের বড়াইগ্রামে চুরির অপবাদ দিয়ে একজনকে পিটিয়ে হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব। হত্যা মামলা দায়েরের পর দুইদিনের মধ্যে র্যাব বৃহস্পতিবার রাতে হত্যা মামলায় মূল অভিযুক্ত আসলামকে বড়াইগ্রাম উপজেলার রয়না চকপাড়া গ্রামের একটি ক্লাবের একটি বারান্দা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসলাম একই উপজেলার পিত্তভাগ গ্রামের আসলাম উদ্দিনের ছেলে।
মামলা সুত্রে জানা যায় আসলাম সহ অভিযুক্ত ব্যক্তিগণ , পূর্ব পরিকল্পিতভাবে মিথ্যা চুরির অভিযোগে বোর্নী গ্রামের লোকমান সরকারের ছেলে শামীম হোসেন (২২) ও মোঃ সোহান (১৯)কে গত ৫মার্চ বোর্ণী গ্রামের হরতকীতলা নামক স্থানে একটি ডেকোরেটর দোকান ঘরে আটকে রাখে। এরপর শামীম হোসেন ও মোঃ সোহান (১৯)কে জিআই পাইপ ও হাতুরী ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীগণ দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত দুই ভাইকে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়াইগ্রাম এ নিয়ে গেলে হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত শামীম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ, হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী মেডিকেল কলেজ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওনদিন রাতেই শামীম মারা যান। পরবর্তীতে মৃত শামীম হোসেনের বাবা লোকমান সরকার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাবের নাটোর সিপিসি-২র্যাব ক্যাম্পের পরিচালক কমান্ডার সন্জয় কুমার বলেন, ধৃত আসামীকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।