স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুরে আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে টানা তিনদিন কর্মবিরতি পালন করেছেন বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের ক্ষুব্ধ শিক্ষকরা। বৈষম্য বঞ্চনার শিকার শিক্ষকদের মধ্যে ক্রমেই বাড়ছে ক্ষোভ, অসন্তোষ।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাবী আদায়ের জন্য আয়োজিত ওই কর্মসূচিতে আন্তক্যাডার বৈষম্য নিরসন, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নতিকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল ও প্রয়োজনীয় পদ সৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সকল ন্যায্য দাবী আদায়ের লক্ষে ওই কর্মসুচি পালন করেন শিক্ষকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল হক, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রশিদ ও কোষাধ্যক্ষ প্রভাষক জহুরুল হক সরকার প্রমূখ। দাবী আদায়ের লক্ষে গত মঙ্গলবার, বুধবারও একইভাবে ওই কলেজে কর্মসূচি পালন করা হয়।