স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুরে কাছিকাটা বিশ^রোডের ইলেক্ট্রনিক্স শোরুমের মালিক বিপ্লব হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে দুইটি মোবাইল ফোন সেটসহ ১ লাখ ৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় সোমবার থানায় মামলা দায়ের হয়েছে।
জানাযায়, রবিবার ( ২৫ জুন) রাত দশটার দিকে কাছিকাটা থেকে হাঁসমারী বাড়িতে যাওয়ার পথে নতুন গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় মোটর সাইকেলের পথরোধ করে মুখ ঢাকা ৫-৬ জন ছিনতাইকারী এলোপাতারি কুপিয়ে বিপ্লবকে জখম করে। বিপ্লবের সাথে থাকা মনোরুদ্দিনের ছেলে খোরশেদ ছিনতাইকারীদের আক্রমনে আহত হলেও বিশ^রোড থেকে খাদে পড়ে গিয়ে রক্ষা পায়।
ছিনতাইকারীরা বিপ্লবের কাছে থাকা দুইটি এন্ড্রোয়েড মোবাইল ফোনসহ নগদ ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথা হাতসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। আহত বিপ্লব হাঁসমারী গ্রামের মৃত এন্তাজ সরকারের ছেলে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যপারে গুরুদাসপুর থানায় মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#