স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার কারণে সোমবার (৭ জুলাই) বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ তাকে লিখিতভাবে বরখাস্তের আদেশ দেন।
জানা যায়- দায়িত্বে অবহেলা, আর্থিক অনিয়ম, শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব ব্যাংকের মাধ্যমে পরিচালনা না করে প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করেছেন। অপরাধ ঢাকতে কোনো ক্যাশবই সংরক্ষণ করেননি তিনি। এছাড়া নিয়ম না মেনে বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি করেছেন। প্রতিষ্ঠানের নামীয় ৩৭টি দোকানঘর ভাড়া এবং ইজারাকৃত পুকুরের অর্থও ব্যাংকে জমা না করে ইচ্ছামত ব্যবহার করেছেন। ফরিদ উদ্দিন ২০১৩ সালেও একই অভিযোগে দুই বছরের জন্য বরখাস্ত হয়েছিলেন। মাঝেমধ্যেই তিনি বরখাস্ত হলেও আওয়ামী পরিবারের সদস্য হওয়ায় বিভিন্ন প্রভাবে পার পেয়ে যেতেন বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত রানা লাবু বলেন, ফরিদ উদ্দিন স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে নিয়োগ বাণিজ্যসহ সকল ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন। এমনকি স্কুলের মসজিদ পরিচালনা ও পূজা অর্চনার ভূয়া বিলভাউচার তৈরি করে টাকা হাতিয়ে নিতেন।
ফরিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ আহম্মেদ।
বরখাস্তের সত্যতা নিশ্চিত করে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, ফরিদ উদ্দিনের ব্যাপারে শিক্ষাবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।#