স্টাফ রিপোর্টার
পরিবারের সবাই ব্যস্ত বাড়ির কাজে। তিনি বছরের মামাত ভাই আনাফ এবং ফুফাতো বোন হুমাইয়ারা আধো আধো পায়ে ছুটোছুটি করে খেলা ধুলা করছে। খেলা ধুলাার এক পর্যায়ে সবার অজান্তেই বাড়ি সংলগ্ন ডোবায় পড়ে মৃত্যু ঘটে। অপরদিকে বাড়ির লোকজন অনেক সময় তাদের দেখতে না পেয়ে খুঁজাখোঁজি শুরু করে। এরই এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্য রত চিকিৎিসক তাদের মৃত ঘোষণা করেন। হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনাটি ঘটে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চৌমুহান গ্রামে। মৃত দুই শিশু চৌমুহান গ্রামের সোহেল রানার একমাত্র ছেলে আনাফ হোসেন (৩) এবং পাবনা জেলার ফরিদপুর উপজেলার থানাপাড়া এলাকার একরামুল আলম নয়নের মেয়ে হুমায়রা জাহান (৩) । সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই বোন। তারা উভয়েই চৗমুহান গ্রামের মিজানুর রহমানের নাতী-নাতনী।
পরিবারের লোকজন জানান, ১০/১৫দিন আগে মিজানুরের মেয়ে মারিয়াম খাতুন একমাত্র মেয়েকে নিয়ে বাবা মিজানুর রহমানের বাড়িতে বেড়াতে আসেন। এখানে হুমায়রার সহপাঠি মামাতো ভাই আনাফের সাথে খেলেই তাদের দিন কাটে। রবিবার এক সাথে খেলেতে গিয়ে বাড়ির পাশে ডোবায় পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত দুঃখ জনক একটি ঘটনা। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।