স্টাফ রিপোর্টার
নারী হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী বেলাল হোসেনকে চৌদ্দ বছর আত্মগোপানে থাকার পরে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাত সাড়ে আটটায় ঢাকা জেলার সাভার থানার ১নং কলমা বাসস্ট্যান্ড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত বেলাল হোসেন-৪৯ নাটোর সদর উপজেলার উলিপুর গুচ্ছগ্রামের মৃত জব্বার হোসেনের ছেলে।
র্যাব জানায়, ২০১০ সালের ১১ জানুয়ারী নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদ মুন্সী এর আম ও কলা বাগানের মধ্যে একজন অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার করে। ওই সময় মৃত দেহের পাশ থেকে একটি পার্সব্যাগ, একজন মহিলার ছবি ও একটি নোটবুক জব্দ করেন। এরপর নোট বুক ও ছবির সুত্র ধরে বালিয়াডাঙ্গা গ্রামের বেলাল হোসেনের কথিত স্ত্রী মোছাঃ জেসমিন @ জোন্সা (২৭)কে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মোঃ বেলাল হোসেন পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারে নাই।এ ঘঁনায়হত্যা মামলা ও চার্জশীট দাখিলের পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জো¯œা ও বেলাল হোসেনের যাবজ্জীবন কারাদন্ড ও একলাখ টাকা জরিমানার আদেশ দেন। পরবর্তীতে নাটোর সদর থানা হতে আসামী বেলাল হোসেনকে গ্রেফতারের জন্য র্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। গতকাল ১৪ জানুয়ারী রাতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী, এবং র্যাব-৩, সিপিএসসি, টিকাটুলি ঢাকা দ্বয়ের যৌথ টিম অভিযান চালিয়ে সাভারের কলমা বাসস্ট্যান্ড থেকে বেলালকে গ্রেফতার করেন। নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক, সন্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী বেলাল হোসেনকে আজ সোমাবার দুপুরে নাটোর থানায় হস্তান্তর করা হয়েছে।