সংবাদ শৈলী ডেস্ক
রাশিয়ার রোস্তভ-অন-ডনে একজন স্থানীয় বাসিন্দা ওয়াগনার গ্রুপের একজন সদস্যের সংগে কথা বলছেন। ছবি : ডেনিস রোমানভ/এএফপি
মস্কোর প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে লিপেটস্ক অঞ্চলে রাশিয়ান ভাড়াটে ওয়াগনার সেনাদের অবস্থান করার কথা জানিয়েছেন একজন রুশ গভর্নর। রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাত করার প্রতিশ্রুতি দিয়ে তারা মস্কো যাওয়ার পথে রয়েছে।
অধিকৃত ইউক্রেন থেকে ওয়াগনারের লোকদের রাতারাতি রাশিয়ায় নিয়ে যাওয়ার এবং রাশিয়ার শীর্ষস্থানীয়দের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করার পর ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন মস্কোতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াগনার ভাড়াটেরা দক্ষিণের শহর রোস্তভ-অন-ডনে একটি সেনা সদর দপ্তর দখল করেছে।
এ ছাড়া তারা ভোরোনেজ অঞ্চলেও ছিল বলে জানা গেছে। তবে লিপেটস্ক অঞ্চলটি এখন পর্যন্ত মস্কোর সবচেয়ে কাছের অবস্থান, যেখানে ওয়াগনার সেনাদের দেখা গেছে।
গভর্নর ইগর আর্টামনভ টেলিগ্রামে বলেছেন, ‘ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর সেনাদের যান লিপেটস্ক অঞ্চলজুড়ে চলছে।’ এ ছাড়াও বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে বা কোনো প্রকার পরিবহন ব্যবহার না করার সুপারিশ করেছেন তিনি।
তবে ঠিক কোন অঞ্চলে ওয়াগনার সেনাদের দেখা গেছে তিনি তা বলেননি।
অন্যদিকে ইউক্রেনের সংঘাতকে ঘনিষ্ঠভাবে বিশ্লেষণ করা ক্রেমলিনপন্থী টেলিগ্রাম চ্যানেল রাইবার বলেছে, মস্কো থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণে ইয়েলেটসের কাছে ওয়াগনার সেনাদের দেখা গেছে। তবে এ প্রতিবেদনটি যাচাই করা যায়নি।
এ ছাড়া মস্কোর আরো উত্তরে কালুগা অঞ্চলেও ভ্রমণ নিষেধাজ্ঞা চালু করা হয়, যখন ওয়াগনার বাহিনী রাজধানীতে অগ্রসর হয়েছিল।