নসিপি আগামী নির্বাচনে  শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করবে-সারজিস আলম #সংবাদ শৈলীনসিপি আগামী নির্বাচনে  শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করবে-সারজিস আলম #সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে  অংশগ্রহন করবে। অন্য কোনো প্রতীক নিয়ে নয়।

সেজন্য নির্বাচন কমিশন তাদের জায়গাহ থেকে যেন সঠিক দায়িত্বটা পালন করেন।

সোমবার(৬ অক্টোবর) দুপুরে শহরের একটি হোটেলে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে যেহুত আইনগত কোনো বাধা নেই। তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহন করবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করবো, তাদের জায়গাহ থেকে সঠিক দায়িত্ব পালন করে। অতীত এবং আগামীর একটি দল একটি প্রতীক নিয়ে জনগণেরর কাছে পৌঁছাতে পারে। তারা যেন নির্বাচন করতে পারে। যেন কোনো কিছু হাস্যকর না হয়। তাদদের জায়গাহ থেকে নতুন করে তালিকাটা ঠিক করেন।

সারজিস আরও বলেন, এ নির্বাচন কমিশন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের সক্রিয়তা বজা রাখতে না পারে। যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের ন্যায় সংগঠিত অধিকার না দেয়। আমাদের শাপলা প্রতীক না দেয়। আমরা মনে করি, এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কমিশন হিসেবে কাজ করার সমস্ত আস্তা হারিয়ে ফেলে। 

নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এসএম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়ল যুগ্ন সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ন সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ জেলা উপজেলার নেতারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *