স্টাফ রিপোর্টার
নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, দল আমাকে মনোনয়ন দিলে আর আমি এমপি নির্বাচিত হলে সিংড়াবাসী আমার কাছে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। আমি একটি, সুন্দর, সুশৃঙ্খল, উন্নয়ন, সুশাসন ও নিরাপদ সিংড়া গড়ে তুলতে চাই।
শনিবার (৮ নভেম্বর) বিকাল ৫ টায় নাটোরের সিংড়া কোর্ট মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে
বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ আনু আরো বলেন, তারেক রহমান বলেছেন আমাদের আন্দোলন এদেশের মানুষের জন্য নয়। ৫ আগষ্টের পরে যারা দলের নাম ভাঙ্গিয়ে এদেশের সংখ্যা লঘুর বাড়িতে লুট করেছে, সাধারণ মানুষকে জুলুম অত্যাচার করেছে আমাদের আন্দোলন তাদের অপকর্মের বিরুদ্ধে।

অধ্যক্ষ আনু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন করে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে কাজ করার কথা বলেছেন। আমি নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে কাজ করছি। তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও প্রান্তীক জনগোষ্ঠীর কাছে এর সুফল সম্পর্কে অবগত করছি। আমি শতভাগ বিশ্বাস করি দল আমাকে অবশ্যই মনোনয়ন দেবে ইনশাআল্লাহ।
সিংড়া পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সাবেক ভিপি এডভোকেট শামীম হোসেন ও সাইদুর রহমান সাধুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আবুল হাসান ডাবলু, উপজেলা কৃষক দলের আহবায়ক রেজাউল করিম জান্টু, কৃষক দলের সদস্য সচীব ওমর ফারুক, উপজেলা ছাত্র দলের আহবায়ক শাহাদাৎ হোসেন মিন্টু, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির, পৌর ছাত্র দলের আহবায়ক মুক্তার হোসেন প্রমূখ।

