স্টাফ রিপোর্টার
খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ গড়তে হলে আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য একই ব্যবস্থা। ইসলামে বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে। বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে। বাংলার মানুষ ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে রুখতে শিখেছে।’
জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার রাতে নাটোরের নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসসমাবেশে এসব কথা বলেন তিনি।
জুলাই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস ছিল বলে মন্তব্য করে  তিনি বলেন, ‘সামনে বাংলার মানুষ ইসলাম ও খেলাফতের বাংলাদেশ। চব্বিশের জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় নাই। ভারতের আধিপত্যের কেনা গোলাম ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাটাপেটা করে বিদায় করা হয়েছে। 
মামুনুল হক আরও বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আমরা আরেকটি বাংলাদেশ দেখতে চাই, সেটা হলে ইসলামের বাংলাদেশ এবং খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। পৃথিবীর কোনো ধর্মে রাষ্ট্র শাসন ব্যবস্থা নেই। শুধুমাত্র ইসলাম ছাড়া। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার মূলভিত্তি। যেখানে পরিপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো রয়েছে।’
বাংলাদেশ খেলাফত মজলিসের নাটোর জেলার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে দলটির যুগ্ম-মহাসচিব মুফতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসনাত জালালীসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

