আমরা বিভেদ নয়, ঐক্য চাই-জামায়াতে আমির 

  • শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
আমরা বিভেদ নয়, ঐক্য চাই-জামায়াতে আমির #সংবাদ শেলী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জরুরী, অতি জরুরী সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার দ্রুত নির্বাচন দিয়ে যার যার জায়গায় চলে যাবে। এ নির্বাচনে জনগণ যাকে ভালবাসবে, যাদের উপর বিশ^াস-আস্থা রাখবে, যারা দেশের মানুষকে ভালবাসবে, সম্মান করবে, দেশবাসীর আমানত শ^শুরবাড়ীর নিয়ামত মনে করবে না, যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে না, জনগণ তাদের ভোট দেবে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী গত ১৫ বছরে ২৬ লক্ষ কোটি টাকা চুরি করা হয়েছে। দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত নাটোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে আওয়ামীলীগের অংশগ্রহণের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন করা করে? নির্বাচন তাদের জন্য, যারা মানুষকে সম্মান করে, দেশবাসীকে ভালোবাসে, যারা দেশবাসীর প্রতি ইঞ্চি জমিকে আমানত মনে করে। এ বিশ^াস, আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে নাই। গত ১৫ বছর তিন তিনটি অবৈধ নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় ফ্যাসিস্ট সরকার কি পরিমাণ তান্ডব চালিয়েছে দেশবাসী তা ভুলে যায়নি। যারা নির্বাচনে বিশ^াস করে না, তাদের আবার কিসের নির্বাচন!
তিনি বলেন, গণ অভ্যুস্থানে আহত, পুঙ্গদের দেশে বিদেশে চিকিৎসা নিশ্চিতকরণে, দ্রুত নির্বাচন দিতে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নাগালের মধ্যে আনতে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছি।
তিনি বলেন, জায়ামাত ক্ষমতায় গেলে এদেশের নারীরা সর্বোচ্চ অধিকার নিয়ে গর্বে সাথে নিরাপত্তার সাথে দেশের জন্য কাজ করবে। রাস্তা-ঘাটে জালিমদের চোখগুলো নারীদের প্রতি খারাপ দৃষ্টিতে তাকাতে পারবে না। রাষ্ট্র জালিমদের চোখ উপড়ে ফেলবে। জামায়াত ক্ষমতায় গেলে আমাদের সন্তানরা সেই শিক্ষা নিয়ে বের হবে, যে শিক্ষায় থাকবে দেশাত্ববোধ, মমত্ববোধ, মানুষের প্রতি থাকবে ভালবাসা, শ্রদ্ধা, যে শিক্ষা মানুষ হতে শেখাবে। আমাদের সন্তানরা উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে বের হওয়ার আগেই তাদের হাতে উপযুক্ত কাজ পৌছে যাবে। যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব।
তিনি বলেন, দেশের জনগণ জীবন দেবে কিন্তু দেশের সার্বভৌমত্বকে আর অন্যের হাতে তুলে দিতে চায় না। আমরা বিদেশি বন্ধু চাই, কোন প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব। কারো লাল চোখের দিকে আমরা আর তাকাব না। অন্যের লাল চোখ আমরা বরদাস্ত করব না। জামায়াতে ইসলাম বৈষম্যহীন মানবিক সমাজ গঠন করতে চায়। আমরা বিভেদ নয়, ঐক্য চাই। এদেশের হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই গর্বিত নাগরিক।পরে বেলা ৩ টায় জামায়য়াত আমির নাটোরের সুধীজনদের সাথে অনিমা চৌধুরী মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময়য় জামায়াতের কেন্দ্রীয় এবংং স্থানীয় নেতৃবৃন্দ উুপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
COPYRIGHT 2023 sangbadshoily, ALL RIGHT RESERVED
Site Customized By NewsTech.Com