স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা কোন অন্যায়ের কাছে মাথা নত করবো না এবং কোন দুরাচারের সাথে কোন ধরণের সমঝোতা-আপোষ করবো না। আপোষহীন আমাদে“আর এই লড়াই চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ না হবে, একটি বৈষম্যহীন বাংলাদেশ না হবে, দুবৃর্ত্তমুক্ত বাংলাদেশ না হবে, দুঃশাসনমুক্ত বাংলাদেশ না হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ না হবে, লড়াই আমাদের ততদিন চলবে ইনশাআল্লাহ্। এই লড়াইয়ে বাংলাদেশের জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই। গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে তারা এমনই একটা দেশ চায়। আমরা তাদেরকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের সেই বাংলাদেশ- সেই স্বপ্ন পূরণে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ্।”
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে তিনি উপজেলার রাজাপুর, ধানাইদহ ও বনপাড়াতে সংক্ষিপ্ত পথসভা করেন। বনপাড়া বাজারে পথসভায় তিনি শুরুতেই উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “নাটোরের কাঁচা গোল্লার মতোই মানুষগুলো মিষ্টি, আলহামদুলিল্লাহ্।” তিনি অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষ্যে তার বক্তব্যে বলেন, “দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের। কাজেই সকলের সহযোগিতা লাগবে একটি ভাল দেশ গঠন করার জন্য। আমরা চাই সমস্ত মানুষ দল-ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে এ দেশে সম্মানের সাথে বসবাস করবে।” চাঁদাবাজী, দখল বাণিজ্য, ঘুষ-দুর্নীতি বন্ধ করতে কুরআনের আইন লাগবে এবং কুরআনের আইন ছাড়া সম্ভব না ।
চুয়াডাঙ্গা থেকে রাজশাহী ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে নাটোর জেলার সীমান্ত প্রবেশমুখ বড়াইগ্রামের রাজাপুর বাজারে আমীরে জামায়াতকে স্বাগত জানাতে শত-শত নেতা-কর্মী ভিড় জমায়। পরে আমীরে জামায়াতের গাড়ির বহর ধানাইদহ হয়ে বনপাড়া বাজারে পৌঁছে এবং সেখানে বক্তব্য শেষে তিনি স্থানীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন।