রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এনসিটিবি কর্তৃক নবম-দশম শ্রেনির বাংলা ২য় পত্র বইয়ের পেছনে প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সম্বোলিত গ্রাফিতি বাতিল করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।আজ বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাবি ও ডুয়েট আদিবাসী শিক্ষার্থীবৃন্দ কর্তৃক এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উঠে আসে পাহাড়ে সেনা শাসন,আদিবাসীদের সাথে বৈষম্য, আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপজাতি বলে সম্বোধন ও ঢাকায় আদিবাসীদের উপর হামলারর ঘটনা।একইসাথে তারা সেখানে কয়েকটি দাবি তুলে ধরেন,১.পাহাড়ি ও সমতলের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।২.এনসিটিবি কর্তৃক আদিবাসী সম্বোলিত যে গ্রাফিটি বাতিল করা হয়েছে তা পুনর্বহাল করতে হবে, ৩. আদিবাসী হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে।
আদিবাসীদের ছাত্র পরিষদের সভাপতি সঞ্জয় কুমার ওরাও বলেন,এনসিটিবি বইয়ে আদিবাসী শব্দ সম্বোলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে সচিবালয়ে যাত্রাকালে উগ্রবাদী সংগঠন কর্তৃক আদিবাসীরা হামলার শিকার হয়।বাংলাদেশ একটি বৈষম্যমূলক দেশ এইটা আমরা সবাই জানি। আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। আমরা সকলকে সুন্দরভাবে ও সুষ্ঠুভাবে সম্বোধন করতে কিন্তু কিছু উগ্রবাদী সংগঠন তার নিজস্ব ব্যক্তিস্বার্থে এর বিরোধিতা করে আসছে।