স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক অ্যাড. তাইফুল ইসলাম টিপু বলেন,যিনি মনোনয়ন পেয়েছেন দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে তাকে লালপুর-বাগাতিপাড়ার জনগণ দেখেনি। তিনি ১০ মিনিটও মাঠে ছিলেন না। রাজপথে যারা ছিলেন, তাদের মধ্য যোগ্য একজনকে পুনরায় মনোনয়নের অনুরোধ করছি দলের প্রতি। আমাকে মনোনয়ন দিতে বলছি না, যিনি এ আসনে যোগ্য তাদের যে কাউকে দেন। আমরা তার জন্য কাজ করবো। আপনারা যদি চান, নির্বাচনের শেষ সময় পর্যন্ত লড়াই করবো। জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের শেষ সময় পর্যন্ত লড়াই করবো। আজীবন আপনাদের কল্যাণে কাজ করে যাবো।
রোববার(৯ নভেম্বর) বিকেলে বাগাতিপাড়া উপজেলার সরকারি পাইলট মডেল বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, জিয়াউর রহমান আমার বাবার মতো, খালেদা জিয়া আমার মায়ের মতো এবং তারেক রহমান আমার ভাই ও নেতা। জিয়াউর রহমানের যত বার নাম নিয়েছি, তত বার আল্লাহের নাম নিলে জান্নাতের কাছাকাছি চলে যেতাম। আজকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে, সে ৪৩ বারও তারেক রহমান খালেদা জিয়ার নাম নেয়নি। আমরা এতই হতভাগ্য মনোনয়ন পেয়ে আমাদের কর্মী জিল্লু ও বাবুকে রক্তাক্ত করা হয়েছে। আমাদের নেতাকর্মীকে হুমকি দেয়া হচ্ছে।
বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন এর সভাপতিত্বে বক্তব্যে দেন- বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. শামীম সরকার, সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, ইউনিয়ন বিএনপির নেতা হানিফুর রহমান সহ স্থানীয় নেতাকর্মীর।

