আচরণবিধি  লংঘন করেপ্রচারণা: সিংড়ায় বিএনপি প্রার্থীকে শোকজ#সংবাদ শৈলী
আচরণবিধি  লংঘন করেপ্রচারণা: সিংড়ায় বিএনপি প্রার্থীকে শোকজ#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু-কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও আসনটির বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মোছা. মৌসুফা তানিয়া এই নোটিশ প্রদান করেন।
শোকজের বিষয়টি করেছেন জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম।
নোটিশে বলা হয়, আপনি(আনোয়ারুল ইসলাম আনু) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা-৬০, নাটোর-৩ (সিংড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৩ জানুয়ারি তারিখে নাটোর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. দাউদার মাহমুদের নিকট হতে প্রাপ্ত লিখিত অভিযোগ ও সংযুক্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে অবগত হয়েছি যে, আপনি প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই বিভিন্ন জায়গায় পোস্টার/হ্যান্ডবিল বিলি করে জনগনের কাছে নির্বাচনী প্রচারণ করেছেন। ফেসবুক সহ বিভিন্ন সোশাল মিডিয়ার প্রচারণা করছেন। প্রাথমিক অনুসন্ধানে উক্ত বিষয়ের সত্যতা প্রমাণিত হয়েছে যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৩. ৭ ও ১৮ এর লঙ্ঘন এবং বিধি ২৭ ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১খ (৩) (ক) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।
এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে কেন আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আপনাকে আগামী ১৯ জানুয়ারি দুপুর ১২ টায় সিভিল জজ আদালত, নাটোর এর কার্যালয়ে লিখিত বক্তব্য/ব্যাখা প্রদানের জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। অন্যথায় আপনার বক্তব্য ব্যতিরেকেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে।
অত্র কারণ দর্শানোর নোটিশ অতি সত্ত্বর জারী করে জারীর প্রতিবেদন অত্র কার্যালয়ে প্রেরণ করার জন্য সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া গেল।
এ বিষয়ে নাটোর জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম  বলেন, নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে নাটোর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থীকে শোকজ করেছে নির্বাচনীয় অনুসন্ধানী ও বিচারক কমিটি। নির্বাচনী আচরণবিধি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়ম ভঙ্গ করলে যেকোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নাটোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, শোকজের কপিটি পেয়েছি, আমি তার জবাব দেব। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি(স্বতন্ত্র প্রার্থী দাওদর মাহমুদ) এখনো বিএনপি বলে দাবি করেন, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। সে আগের ভিডিও দিয়ে বিভ্রান্ত করেছে। আমার দ্বারা আচরণবিধি লঙ্ঘন হওয়ার কথা নয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *