আওয়ামী লীগের সাবেক এমপি বকুলের দীঘিতে বিষ, হাজারো মাছ নিধন#সংবাদ শৈলীআওয়ামী লীগের সাবেক এমপি বকুলের দীঘিতে বিষ, হাজারো মাছ নিধন#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের বাগাতিপাড়ায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম বকুলের ব্যক্তি মালিকানাধীন দীঘিতে বিষ প্রয়োগ করে শত্রুতাজনিতভাবে হাজারো মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের সান্যালপাড়া এলাকায় প্রায় ১০ বিঘার ওপর বিস্তৃত দীঘিতে রুই, কাতলা, মৃগেল, সিলভার, টেংরাসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজার মাছ মারা গেছে।

 স্থানীয়রা জানিয়েছেন, ভোর থেকেই মাছ ভেসে উঠতে দেখা যায়। প্রথমে ধারণা করা হয়েছিল, পানিতে গ্যাস জমে মাছ মারা গেছে। কিন্তু ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়ে স্পষ্ট হয়, এটি পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের ফলাফল। ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের গ্রাম পুলিশ আকরাম হোসেন বাবু বলেন, “গতকাল সন্ধ্যায় সব মাছ স্বাভাবিক ছিল। সকালে এসে দেখি হঠাৎ মাছগুলো মারা যাচ্ছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। মনে হচ্ছে, শত্রুতাবশত কেউ এই কাজ করেছে।” স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম আলী (৪৫) বলেন, “সকালের পর থেকেই একে একে সব মাছ মরা ভেসে উঠতে থাকে। এটি নিশ্চিতভাবে পরিকল্পিত  ঘটনা। এর পেছনে অবশ্যই শত্রুতা রয়েছে।”ঘটনার পার্শ্ববর্তী এলাকার ওয়ার্ড কমিশনার মহাসিন আলী বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দোষীদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মালিকের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “উপজেলা পর্যায়ে এমন ঘটনার কারণ নির্ধারণে প্রযুক্তিগতভাবে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। সাধারণত গ্যাস ট্যাবলেট বা বিষ প্রয়োগ করলে এ ধরনের মৃত্যু ঘটে।”

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল পলাতক থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।

 বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, “এ পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *