স্টাফ রিপোর্টার
নাটোরে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত বিষয়ক সভায় উপস্থিত থাকায় সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান মন্টু ও সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট আলী আজগর সহ ৪ জনকে শোকজ করেছে নাটোর জেলা বিএনপি।জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের স্বাক্ষরিত এক পত্রে অভিযুক্ত ওই দুই নেতাসহ ৪ জনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গেও অভিযোগে শোকজ করা হয় শোকজ হওয়া অন্য দুইজন হলেন উপজেলা বিএনপির সদস্য আকরাম হোসেন ও এড. জাকির হোসেন টিপু।
জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ রহিম নেওয়াজ’র স্বাক্ষরিত কারণ দর্শানো পত্রে জানানো হয়, দল যখন আন্দোলন-সংগ্রামের চুড়ান্ত পর্যায়ে তখন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত সভায় পরামর্শক হিসেবে উপস্থিত থেকে দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা যাবেনা তা আগামী ৩দিনের মধ্যে স্বশরীরে উপস্থিত থেকে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর নাটোর-৩ আসনের সংসদ সদস্য, আইসিটি প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য জুনাইদ আহমেদ পলকের বাসভবনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত বিষয়ে উপজেলার আইনজীবী ও চিকিৎসকদের সাথে সুপারিশ ও উপদেশ সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করে সিংড়া উপজেলা আওয়ামী লীগ।
ওই মতবিনিময় সভায় সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান মন্টু ও সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. আলী আজগর সহ বিএনপি পন্থী ৭-৮ জন আইনজীবী যোগদেন। তাদের উপস্থিত থাকার বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। এরপর থেকেই বিএনপির নেতা-কর্মীরা অভিযুক্তদের দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছিলো।
শোকজের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, ঘটনার পর দিন ছবিগুলো আমাদের নজরে আসে। যা স্থানীয় ও জেলার বিএনপি নেতা-কর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি করে। বিষয়টি নিয়ে জেলা বিএনপির নেতাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।