স্টাফ রিপোর্টার
দুর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য” এই শ্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) নাটোরের আয়োজনে আজ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ পালিত হলো। আজ ৯ ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩০টায় নাটোরে হকার্স মার্কেটের বিপরীতে জনতা ব্যাংকের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে এক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকমÐলী, শিক্ষার্থীবৃন্দ, সনাক সদস্যবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ এবং টিআইবি’র কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সনাক নাটোরের সভাপতি, রেজাউল করিম রেজা বলেন, দুর্নীতি প্রতিরোধে দেশের সাধারণ নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেই ভূমিকা সাধারণ নাগরিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার মধ্য দিয়ে পালন করে থাকেন। কিন্তু দুঃখের বিষয় হ্েচ্ছ আজ আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে ভুলে গেছি। আজকে দুর্নীতি যারা করছে তাদেরকে বিভিন্ন পর্যায়ে সামাজিকভাবে পুরষ্কৃত করা হচ্ছে। যা কোনভাবেই কাম্য নয়। তিনা বলেন, আমাদের দেশ থেকে যে পরিমাণ অর্থ, পাচার হয়ে গেছে তা দিয়ে দেশের একবছরের বাজেট করা সম্ভব ছিলো। এসকল পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
মানববন্ধনে সনাক সদস্য অব্দুর রাজ্জাক বলেন, আমরা দুর্নীতি প্রতিরোধে সরকারি ওয়েব সাইড সমূহকে আপডেট করতে ভূমিকা পালন করছি। সনাক, নাটোর- নারদ নদের অবৈধ দলখ উচ্ছেদে বিভিন্ন সময়ে আন্দোলন করেছে এবং এবিষয়ে একাধিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এরকম বিভিন্ন কার্যক্রমের মধ্যদিয়ে আমরা নাটোরের দুর্নীতি বিরোধী আন্দোলন পরিচালনা করে যাচ্ছি। তিনি বলেন, সকলের ্ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ করতে সক্ষম হবো বলে আশা করি।
মানববন্ধনে সনাক সহ-সভাপতি মো: শিবলী সাদিক, সাইফুল হুদা (বজু) সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।