স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়ায় “অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা জুবায়ের আহমেদ জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় পৌর শহরের পেট্রোবাংলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে জয়কে আদালতে পাঠানো হয়।
জুবায়ের আহমেদ জয় সিংড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি। তিনি পৌর শহরের সরকারপাড়া মহল্লার মৃত হামিদুর রহমান (নুরু)’র ছেলে।
সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ঘটনায় গত বছরের অক্টোবর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণা চলাকালে বিনগ্রাম বাজারে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত বছরের ৯ অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিছুর রহমান। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলামসহ ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫জনকে আসামি করা হয়।