
স্টাফ রিপোর্টার
নাটোরেরএকডালা নারায়নপুর গ্রামস্থ নির্মানাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৫৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নাটোরেরএকডালা নারায়নপুর গ্রামস্থ নির্মানাধীন শান্তি ফিলিং স্টেশনের কাছে চেকপোষ্ট পরিচালনা করে। এসময় ৫৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মঙ্গল মিয়া নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ মঙ্গল মিয়া (৫০),নারায়নগঞ্জ জেলার বন্দর থানার মাহমুদ নগর (কুড়ালবাড়ি) এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
