স্টার্ফ রির্পোটার
নাটোরের মাধনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন,ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের জন্য রেলওয়ের পুকুর ভরাট করছেন,প্রভাবশালীরা।
প্রকাশ্যে ও রাতের আঁধারে বালু ফেলে তারা পুকুরের অন্তত ৪০ শতাংশ জায়গা ইতিমধ্যে ভরাট করেছেন। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী,জলাধার হিসেবে চিহ্নিত কোন জায়গা ভরাট বা শ্রেণি পরিবর্তন করা যাবে না।

রেলওয়ের পুকুর ভরাট করছেন প্রভাবশালীরা!#সংবাদ শৈলী
রেলওয়ের পুকুর ভরাট করছেন প্রভাবশালীরা!#সংবাদ শৈলী

বিষয়টি জানতে পেরে ইতিমধ্যে তাঁকে কাজ বন্ধের নির্দেশ দিয়েছে,রেলওয়ে কতৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়,মাধনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পুকুর ফেলে হয়েছে বালু। যার ফলে বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যহ্ত হয়েছে ও নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পানি নিষ্কাশনের ড্রেনও বন্ধ হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান,একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন থেকে সক্রিয়। যাদের প্রভাবে সাধারন মানুষজন মুখ খুলতে পারেনা।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আওয়াল বলেন,রেলের আইন অনুযায়ী,কোন ডকোমেন্ট ছাড়া রেলের কোন স্থানে কোন স্থাপনা নির্মান বা কোন কার্যকম করা আইনগত দন্ডনীয় অপরাধ।
বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর প্রধান ভূ-সম্পত্তি কর্মকতা(পশ্চিম)মো: নাদিম সারওয়ার জানান,অবৈধভাবে কেউ কিছু করতে পারবেনা। বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *