স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় বালিশ চাপা দিয়ে স্ত্রী ও পাঁচ মাসের শিশুকে হত্যা করেছে মাতাল স্বামী।সোমবার দিবাগত রাতে পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- একই এলাকার ফিরোজের স্ত্রী পলি খাতুন (২০) ও তার মেয়ে ফারিয়া (৫ মাস)।
পুলিশ এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ভোরে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে স্বামী ফিরোজকে গ্রেফতার করেছে। তাকে ঢাকা থেকে রাজশাহীর পুঠিয়া থানায় আনা হচ্ছে।
পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, এ সংবাদ পেয়ে মঙ্গলবার ভোরে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ গাসপাতালে প্রেরন করে। অপরদিকে রাজধানীতে গ্রেফতার স্বামী ফিরোজকে পুঠিয়া থানায় আনা হয়েছে।