স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ

নির্বাচনী প্রস্তুতি দেখতে বাগাতিপাড়ায় ইইউ পর্যবেক্ষক দল#সংবাদ শৈলী
নির্বাচনী প্রস্তুতি দেখতে বাগাতিপাড়ায় ইইউ পর্যবেক্ষক দল#সংবাদ শৈলী

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রস্তুতি যাচাই করতে নাটোরের বাগাতিপাড়া উপজেলা সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন ইইউর পর্যবেক্ষক ভোল্ডেমারস ডুডুমস ও জেনি গুস্তাফসন। তাদের সঙ্গে বাংলাদেশি দোভাষী হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার সামি আবিদ ফায়েজ।
সফরকালে প্রতিনিধি দলটি বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে। সেখানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ পদ্ধতি, প্রস্তুতি এবং দায়িত্ব পালনের বিষয়গুলো নিয়ে খোঁজখবর নেন তারা। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এবং স্থানীয় সাংবাদিক নেতারা।
পর্যবেক্ষক দলের সদস্যরা জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের একটি দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মিশন বর্তমানে বাংলাদেশে কাজ করছে। এর অংশ হিসেবে তিন সদস্যের একটি দল নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় ও তথ্য সংগ্রহ করছে।
উল্লেখ্য, ২২ জানুয়ারি থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *