স্টাফ রিপোর্টার
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৭ বালক ও বালিক জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বিকেলে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহম্মেদ, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মরুফাত হোসাইন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রওশন আলী,অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী সহ সরকারী কর্মকর্তারা। আজকের ফাইনাল টুর্ণামেন্টে বালিকা ফাইনালে লালপুর উপজেলা ০৮ ও বড়াইগ্রাম উপজেলা গুরুদাসপুর উপজেলা ০১ গোলে জয়ী হয়।
উল্লেখ্য ৩০ শে ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করাা হয়।
Post Views: 100