স্টাফ রিপোর্টার
নাটোরে অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেনের বক্তব্যর প্রতিবাদে নাটোরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাতে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার দুলু, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ,ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ দলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন বহু ত্যাগ তিতিক্ষা হাজার হাজার ছাত্র জনতার হত্যার বিনিময়ে বহু রক্তের বিনিময়ে দ্বিতীয় বারের মতো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশকে নিয়ে যদি কেউ কোন ষড়যন্ত্র চক্রান্ত করেন সে যতবড় উপদেষ্টা হোক না কেন তাকে সেই উপদেষ্টা পদ থেকে টেনে হিচড়ে নামিয়ে ফেলা হবে।
Post Views: 115