স্টাফ রিপোর্টারঃ
নাটোরে গত ২৪ ঘন্টায় করোনায় ৫৩ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৫৮০ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের সংক্রমন শনাক্ত করা হয়েছে। আক্রান্তের হার ৯.১৩ পার্সেন্ট। এ পর্যন্ত এই টাই সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা। এ নিয়ে জেলায় মোট ৭৪৩৬ জন করোনায় সংক্রমিত এবং , ২৯২৯ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ১৩৭ জনের।