স্টাফ রিপোর্টার

নাটোরে আট,শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ। বুথবার সাকালে নাটোর শহরের বন বেলঘড়িয়া শান্তি ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর চেক পোস্ট পরিচালনাকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চারিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার উত্তর উজিরপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে মোঃ অসিম (৩৫) এবং আব্দুল রাজ্জাকের ছেলে মোঃ জুয়েল (৩০)।
নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানানম বুধবার সকাল সাড়ে সাতটার সময় ডিবি পুলিশের একটি টিম নাটোর শহরের বন বেলঘড়িয়া শান্তি ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে। এসময় সিলেট মৌলভীবাজার থেকে ছেড়ে আসা আরপি এলিগেন্স নামক চাপাইনবাবগঞ্জ গামী নাইট কোচ তল্লাশী কালে
অসিম ও জুয়েলের নিকট হতে ৮০০পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের আটক করা হয়। তিনি জানান, এ নাটোর থানায় একটি মামলা দায়েরের বিষয় প্রক্রিয়াধীন।
