স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নাটোরের ৬জনসহ করোনাভাইরাস ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন ৭ জন। আর উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ছয়জন, নওগাঁর দুইজন ও পাবনার চারজন।
হাসপাতালের পরিচালক জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের একজন ও পাবনার দুইজন। অন্যদিকে উপসর্গ নিয়ে রাজশাহীর ছয়জন, নাটোরের পাঁচজন, নওগাঁর দুইজন ও পাবনার দুইজন মারা গেছেন।