স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন রবিউল ইসলাম কনফেকশনারী দোকানের সামনে প্রকাশ্যে পৌর আলীগের সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা! মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে এঘটনা ঘটে।মৃত মুঞ্জুর বাহাদিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রাত সাড়ে দশটটাার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন সংংলগ্ন রবিউল ইসলাম কনফেকশনারী দোকানের সামনে বসেছিলেন মঞ্জু । এ সময় ৩টি মোটরসাইকেলে চার পাঁচ জন মুখোশধারী এসে মাথায় এবং পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং ঘটনাস্থলেই মঞ্জুর মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালপুর মুক্তার জেনারেল হাাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালের সামনে রাখা আছে। উল্লেখ্য বিগত ২৮ নভেম্বর ২০১৮ সালে নাটোরের নর্থবেঙ্গল সুগার মিলস গেটে লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন মঞ্জু । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, জাহিরুলের মৃত্যুর পরে দীর্ঘ ৪বছর যাবত একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিল মঞ্জু। এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন মুখোশধারী কয়েকজন ব্যক্তি এই হামলা চালিয়েছে। মরদেহ এখন পর্যন্ত তাদের পরিবারের কাছেই রয়েছে।ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মঞ্জুর প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটাতে পাারে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Post Views: 408