স্টাফ রিপোর্টার
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার”-দুলু#sangbad shoily
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এ নীতিতে বিশ্বাস করে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে দেশের সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালন করতে পারবে।
তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যেই এই অঙ্গীকার স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অতীতেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল ধর্মের মানুষকে ‘বাংলাদেশি’পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। তারেক রহমানও সেই নীতির ধারাবাহিকতায় সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে চান।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে নাটোর শহরের উত্তর চৌকিরপাড় শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরের সভাপতি রেবা দাস, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পুরোহিত অমিয় মুখার্জিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।