সংবাদ শৈলী ডেস্ক:
সাকিব আল হাসানকে কুপিয়ে হত্যার হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে (২৫) ১৭ নভেম্বর গ্রেফতার করেছে র্যাব। সিলেটের দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তাকে। মহসিন তালুকদার (২৫) সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া এলাকার আজাদ বক্সের ছেলে।
জানা যায়, ১৫ নভেম্বর রাত ১২টা ৬ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও লাইভে এসে সাকিবকে হুমকি দেন ঐ ব্যাক্তি। এরপর ওইদিন সকালে আরেকবার লাইভে এসে দুঃখপ্রকাশ করে সাকিবকে কালিপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বলেন।
প্রসংগত, সম্প্রতি কালীপূজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে কলকাতায় যাওয়ার কারণে সাকিবের প্রতি বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। লাইভে সাকিবকে অকথ্য ভাষায় সাকিবকে গালাগালও করেন তিনি।
এই ঘটনায় ১৬ নভেম্বর রাতে সিলেটের জালালাবাদ থানায় থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদমহসিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।