স্টাফ রিপোর্টার

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ায় আজ তাঁকে র্যাক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম । এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। র্যাংক ব্যাজ পরার সময় লিটন কুমার সাহার সহধর্মিনী সুমনা সাহা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লিটন কুমার সাহা বলেন , নাটোর জেলা বাসীর সহযোগিতা এবং দোয়া ও ভালবাসায় তিনি পুরুস্কার পেয়েছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট পুলিশ বিভাগের কর্মকর্তা এবং নাটোর বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।