আন্তর্জাতিক ডেস্ক:
সম্প্রতি আবারো সেলফ আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার বিবিসি তার আইসোলেশনে যাওয়ার সংবাদ নিশ্চিত করেছে। তবে জনসন জানিয়েছেন, তিনি এনএইচএস টেস্ট করিয়েছেন। তার দেহে করোনার কোনো লক্ষণ ধরা পড়েনি।
উল্লেখ্য, ইতোপূর্বে করোনার প্রথম ধাক্কায় একবার আক্রান্ত হন বরিস জনসন। আশঙ্কাজনক অবস্থায় এক পর্যায়ে তাকে আইসিইউ-তে নেওয়া হয়। পরে তিনি সুস্থ হয়ে কাজে যোগ দেন।
এদিকে বরিস যখন মোটামুটি ব্রেক্সিট নিয়ে আবার মাঠে তখন সম্প্রতি ১৪ নভেম্বর পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা ডোমিনিক কামিংস। সরকারের পেছনের সারির মন্ত্রীরা এখনও বলছেন, ব্রেক্সিট নিয়ে জটিলতা কাটিয়ে উঠার সময় শেষ হয়ে যায়নি।